নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানির অনুমতি দিয়েছে ।
সোমবার (২০ জানুয়ারি) এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত এই শুল্ক স্টেশনগুলো দিয়ে আলু আমদানি করা যাবে।
শুল্ক স্টেশনগুলো হলো: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, জামালপুরের ধানুয়া কামালপুর, কুড়িগ্রামের সোনাহাট, শেরপুরের নাকুগাঁও, ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী, সিলেটের তামাবিল, জকিগঞ্জ ও শেওলা।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শুল্ক স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের আলু আমদানি করা যাবে। কুড়িগ্রামের সোনাহাট শুল্ক স্টেশন দিয়ে আমদানি হবে ভারত ও ভুটানের আলু।
আর ময়মনসিংহের গোবরাকড়া ও কড়ুইতলী শুল্ক স্টেশন দিয়ে আলু আসবে ভারত ও ভুটানের।
এছাড়া জামালপুরের ধানুয়া কামালপুর, সিলেটের জকিগঞ্জ ও শেওলা শুল্ক স্টেশন দিয়ে আমদানি করা হবে ভারতের আলু। নেপাল, ভুটান ও ভারতের আলু আসবে সিলেটের তামাবিল ও শেরপুরের নাকুগাঁও শুল্ক স্টেশন দিয়ে।