ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহআ’লীগের কর্মসূচির প্রতিবাদে গৌরীপুরে বিএনপির বিক্ষোভ

আ’লীগের কর্মসূচির প্রতিবাদে গৌরীপুরে বিএনপির বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে গৌরীপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে উপজেলা শহরের কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে শহরের পাটবাজার এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল আবেদীন জিল্লু, পৌর বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক আলী আকবর আনিস, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবীর হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, সহসভাপতি মেহেদি হাসান রতন, সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, সহ সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি তৌহিদুল ইসলাম জনি প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular