নিউজ ডেস্ক : বকেয়া বেতনের দাবিতে ঢাকার আশুলিয়ায় আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক চম্পা খাতুন মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। চম্পা রংপুরের পীরগঞ্জ উপজেলার আহম্মদপুর গ্রামের চান্দু মিয়ার মেয়ে। তার স্বামী মো. মিঠু ও এক মেয়েকে নিয়ে আশুলিয়া দিয়াখালী এলাকায় থাকতেন তিনি।
গত ২৩ অক্টোবর আশুলিয়ার নরসিংহপুর এলাকায় জেনারেশন নীট ফ্যাশন কোম্পানি নামে ওই পোশাক কারখানার সামনের রাস্তায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে মোরশেদা বেগম (৩৫) ও চম্পা খাতুন (২৫) শ্রমিক আহত হন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চম্পার পেটে, বুকে ও হাতে গুলিবিদ্ধ ছিল।চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন তিনি।
মোরশেদা কারখানটির প্রিন্ট অপারেটর আর চম্পা সুইং অপারেটর হিসেবে কাজ করেন।ওইদিন দুজনকেই উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চম্পা খাতুন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন আর মোরশেদা এখনও চিকিৎসাধীন রয়েছেন।
শ্রমিকরা জানান, দেড় মাস আগে জেনারেশন নীট ফ্যাশন কোম্পানি হঠাৎ করে কারখানা বন্ধের ঘোষণা করে। এরপরই বিপাকে পড়েন কয়েক হাজার শ্রমিক। তিনমাসের বেতন ভাতা পরিশোধের দাবি তোলেন তারা। তবে কেউ তাতে সাড়া দিচ্ছিলেন না। তাই আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা।