ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাইউরোপে আজ ফুটবলের রাত, মাঠে নামছেন ইয়ামাল-এমবাপে-রোনালদোরা

ইউরোপে আজ ফুটবলের রাত, মাঠে নামছেন ইয়ামাল-এমবাপে-রোনালদোরা

স্পোর্টস ডেস্ক: ইউরোপে আজ ফুটবলের রাত। ফুটবল ভক্তদের জন্য রোমাঞ্চকর এক রাত। বৃহস্পতিবার রাতে এক সঙ্গে লড়াইয়ে নামবে ইউরোপীয় ফুটবলের পরাশক্তিগুলো। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাঘা বাঘা ৮ দল। প্রথম লেগে রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামবে নেদারল্যান্ডস-স্পেন, ক্রোয়েশিয়া-ফ্রান্স, ডেনমার্ক-পর্তুগাল ও ইতালি-জার্মানি।

স্পেন প্রথম লেগ খেলবে নেদারল্যান্ডসের মাঠ রটারডমের ডি কুইপ স্টেডিয়ামে। এ ম্যাচে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি, সেটি নিয়ে ভক্তদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে রাখবে হবে নেদারল্যান্ডসকে। সর্বশেষ ৫ দেখায় ৩ বারই জিতেছে নেদারল্যান্ডস। একটি ড্র, বাকি একটিতে জয় পেয়েছে স্পেন। তবে স্প্যানিশরা বেশ আত্মবিশ্বাসী। নেশনস লিগের বতর্মান চ্যাম্পিয়ন তারা। সর্বশেষ ২০২২-২০২৩ আসরে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল স্পেন। এছাড়া ইউরো শিরোপাও তাদের কাছে।

অন্যদিকে নেশনস লিগে তিনটি আসর হয়ে গেলেও এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি নেদারল্যান্ডস। উদ্বোধনী আসর ২০১৮-২০১৯ মৌসুমে ফাইনালে উঠলেও পর্তুগালের কাছে হেরেছিল ডাচরা।

ম্যাচের বাইরে স্পেন-নেদারল্যান্ডস লড়াইয়ের নতুনত্ব হলো- কোয়ার্টার ফাইনালের দুটি লেগই রোজা রেখে খেলবেন ইসলাম ধর্মে বিশ্বাসী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল।

একই সময়ে অন্য ম্যাচে মাঠে নামবে ক্রোয়েশিয়া-ফ্রান্স। প্রথম লেগ ক্রোয়েশিয়ার মাঠে। ক্লাবে (রিয়াল মাদ্রিদ) সতীর্থ হলেও এ ম্যাচে মুখোমুখি হবেন কিলিয়ান এমবাপে ও লুকা মদ্রিচ। ঠিক যেন ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনাল।

এই ম্যাচেও যে হাড্ডিহাড্ডি লড়াই হবে, সেটি বোঝার আরেকটি উপায় দুই দলের সাম্প্রতিক ফর্ম দেখা। ক্রোয়েশিয়া নেশনস লিগের গত মৌসুমের ফাইনালিস্ট (ফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হার), আর ফ্রান্স ২০২২ ফুটবল বিশ্বকাপের ফাইনালিস্ট। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরেছিলেন এমবাপেরা।

তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বিবেচনায় নিলে এগিয়ে রাখতে হবে ফ্রান্সকে। কেননা সর্বশেষ ৫ দেখায় তিনটিতেই জিতেছে ফরাসিরা। অন্যদিকে এক ম্যাচে ড্র, বাকি একটিতে জিতেছে ক্রোয়েশিয়ানরা।

ডেনমার্কের কোপেনহেগেনে চোখ থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত-সমর্থকদের। পর্তুগালের ম্যাচ যেন তাদের কাছে উৎসব। সিআরসেভেন খ্যাত তারকার খেলা দেখতে হুমড়ি খেয়ে পড়েন তারা। নেশনস লিগের সেমিফাইনালে যাওয়ার প্রথম ধাপে পর্তুগালের প্রতিপক্ষ ডেনমার্ক।

পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকছে পর্তুগালই। দুই দলের মুখোমুখি হওয়া সর্বশেষ ৫ ম্যাচে ৪ বারই জিতেছে পর্তুগাল। ডেনমার্কের পক্ষে ফলাফল গেছে মাত্র একবার।

ইউরোপীয় সবচেয়ে আলোচিত দুই পরাশক্তির লড়াই। যে কারণে ফুটবলপ্রেমীদের কাছে বাড়তি গুরুত্ব পাবে ইতালি-জার্মানি ম্যাচ। দুই দলই ফিফা ফুটবল বিশ্বকাপ জিতেছে চারবার করে।

আজ রাতে মিলান শহরের সান সিরো স্টেডিয়ামে প্রথম লেগে জার্মানিকে আতিথেয়তা দেবে ইতালি। এ ম্যাচে জয়ের সম্ভাবনায় এগিয়ে রাখতে হবে জার্মানিকে। কেননা দুই দলের সর্বশেষ ৫ দেখায় ২টিতে জিতেছে জার্মানরা, বাকি ৩ ম্যাচই হয়েছে ড্র।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular