ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধইটনায় ‘ডাকাত’ দলের নেতাসহ গ্রেপ্তার

ইটনায় ‘ডাকাত’ দলের নেতাসহ গ্রেপ্তার

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ইটনায় ডাকাত দলের নেতা মস্তু মিয়া (৩৮) এবং তার সহযোগী আসাদ ওরফে এরশাদুলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১লা মার্চ) ভোর রাতে উপজেলার এলংজুরী ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন এলংজুরী ইউনিয়নের ফজলু মিয়ার ছেলে ডাকাত দলের লিডার মস্তু মিয়া ও উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পশ্চিম করনসী গ্রামের আহাম্মদ আলীর ছেলে সহযোগী আসাদ ওরফে এরশাদুল। ডাকাত দলের লিডার মস্তু মিয়া গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরেই মস্তু মিয়া হাওরে ডাকাতি করে আসছে। সে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তথ্যমতে ডাকাত দলের বাকি সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, গ্রেপ্তাররা পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে ইটনাসহ করিমগঞ্জ, নিকলী, শাল্লা ও নেত্রকোনা থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular