ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ইন্ডিয়া টুডের খবর ‘পুরোপুরি ভিত্তিহীন’: আইএসপিআর

ইন্ডিয়া টুডের খবর ‘পুরোপুরি ভিত্তিহীন’: আইএসপিআর

নিউজ ডেস্ক: ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

মঙ্গলবার আইএসপিআরের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, “বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত একটি বৈঠক প্রসঙ্গে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ইন্ডিয়া টুডের করা আরেকটি খবর সেনাবাহিনীর নজরে এসেছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইউনূসবিরোধী অভ্যুত্থানের আশঙ্কার মধ্যে বাংলাদেশ আর্মির জরুরি বৈঠক’ শিরোনামে মঙ্গলবার ইন্ডিয়া টুডে যে প্রতিবেদন ছেপেছে, তা অপেশাদার সাংবাদিকতার একটি উজ্জ্বল উদাহরণ। বিষয়টিকে ‘সুনামধন্য’ প্রতিষ্ঠানের অপপ্রচার ছড়ানোর মাধ্যমে পরিণত হওয়ার নজির হিসেবেও দেখছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বাসযোগ্য সূত্র বা তথ্য ছাড়া তৈরি করা প্রতিবেদনটিকে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আরেকটি ভিত্তিহীন গুজব ছড়ানোর চেষ্টা বলে মনে হচ্ছে। “প্রতিবেদনে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন। ‘আসন্ন অভ্যুত্থানের’ কথা পুরোপুরি মিথ্যা।”

আইএসপিআর বলছে, “দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে চাঞ্চল্যকর তথ্যের মাধ্যমে ইন্ডিয়া টুডের এ ধরনের ধারাবাহিক সংবাদ গভীর উদ্বেগজনক।”

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ইন্ডিয়া টুডে এর আগেও মিথ্যা তথ্য ছড়িয়েছে। গত ১১ মার্চ এক প্রতিবাদলিপিতে এ ধরনের আরেকটি সংবাদের কথা তুলে ধরার পাশাপাশি সেটা প্রত্যাখ্যান করা হয়।

“এ ধরনের মিথ্যা গল্পের প্রচার অব্যাহত থাকাটা ইন্ডিয়া টুডের সম্পাদকীয় নীতিমালা চর্চার নেতিবাচক প্রতিফলন, যা তথ্যভিত্তিক সাংবাদিকতার পরিবর্তে চাঞ্চল্য তৈরিতে ঝুঁকে পড়ার বহিঃপ্রকাশ মনে হচ্ছে।”

প্রতিবাদলিপিতে আইএসপিআর বলছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবা করার অঙ্গীকারে অবিচল থাকার পাশাপাশি গণতন্ত্র ও শান্তির নীতি সমুন্নত রাখবে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানাই।

“একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে অকারণে বিভাজন কিংবা অবিশ্বাস তৈরি করে- এমন ভিত্তিহীন ও ক্ষতিকর দাবি প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular