ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুড়িগ্রামইবিতে মহাকবি ইকবালের চিন্তাদর্শন শীর্ষক সেমিনার

ইবিতে মহাকবি ইকবালের চিন্তাদর্শন শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিস্তৃত চিন্তার উন্মুক্ত প্রাঙ্গণ ‘চিন্তাঙ্গন’ এর উদ্যোগে মহাকবি ইকবালের চিন্তাদর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারীতে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চিন্তাঙ্গনের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের অধ্যাপক ড. তানিম নওশাদ ও লেখক ও চিন্তক মোহাম্মদ ফজলে রাব্বি।

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম, বিশ্ববিদ্যালয়ের রিপোটার্স ইউনিটির সদস্য সচিব ফারহানা নওশিন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট ও সহ-সমন্বয়ক নাহিদ হাসান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাধারণ সম্পাদক এস কে সাজ্জাদসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি চিন্তাঙ্গন সদস্য আহমাদ গালিব এর সঞ্চালনায় “ইকবালের চিন্তায় বস্তুজগত ” শীর্ষক প্রবন্ধ পাঠ করেন চিন্তাঙ্গনের আহ্বায়ক ইসমাইল হোসেন রাহাত।

প্রধান আলোচক তানিম নওশাদ আলোচনায় ইকবালের মেটাফিজিক্স অফ ফার্সিয়া বর্ণনাকালে ইসলামকে সামগ্রিকভাবে অতীতের ফার্সিয়া দর্শনের সাথে মিলিয়ে বিশ্লেষণকে তুলে ধরেন। এছাড়া বিশ্বায়ন, বর্তমান দুনিয়ার সংকটের প্রেক্ষিতে আল্লামা ইকবালের দর্শনচর্চা কিভাবে আমাদের সংকট উত্তরণের পথ নির্দেশ করতে পারে তা তিনি তুলে ধরেন।

উল্লেখ্য, চিন্তাঙ্গন ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যে দিয়ে ধারাবাহিক সেমিনার এবং নিয়মিত আড্ডা পরিচালনা লক্ষ্যে যাত্রা শুরু করে৷ প্রাসঙ্গিক জ্ঞানচর্চায় দেশের বিভিন্ন পরিসরের শিক্ষক, অধ্যাপক ও বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা কার্যক্রম পরিচালনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular