ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশইবি উপাচার্যের ইন্দোনেশিয়া গমন

ইবি উপাচার্যের ইন্দোনেশিয়া গমন

ইবি প্রতিনিধি : ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ ইন্দোনেশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে যাচ্ছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আগামী বুধবার ইন্দোনেশিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে “একবিংশ শতাব্দীতে এনার্জি-ল’ এবং টেকসই উন্নয়ন” শীর্ষক ৬ষ্ঠ আন্তর্জাতিক স্টুডেন্ট কলোকিয়াম সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়টির আইন অনুষদের আমন্ত্রণে অংশগ্রহণ করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উক্ত সেমিনারে অতিথি হিসেবে ইন্দোনেশিয়া, জার্মানী, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়। সেমিনারে শেষে আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন উপাচার্য।

আগামী ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও দিবসটি তিন কার্যদিবস পর উদযাপন করা হবে বলে জানা গেছে। এতে উপাচার্যের অনুপস্থিতির ফলে এরূপ সিদ্ধান্তের কথা জানান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসন হিসেবে উপাচার্য-ই আছেন। এখনো উপ-উপাচার্য কিংবা কোষাধ্যক্ষ নিয়োগ হয়নি। এমন অবস্থায় নতুবা দিবসটি প্রশাসন ছাড়াই পালন করতে হবে। আবার দিবসটি ছুটির দিনে পরে গেছে। তাই আগামী সোমবার উপাচার্যকে সাথে নিয়ে সুন্দরভাবে কর্মসূচিগুলো পালনের মধ্যে দিয়ে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল অনুষদের বিভাগগুলোর স্ব-স্ব অগ্রগতি ও কার্যক্রমসমূহ দিবসটিতে তুলে ধরতে বাংলা মঞ্চে একটি প্রদর্শনী মেলা আয়োজন করা হবে। এতে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular