নিউজ ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তাদের যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর এক সন্ত্রাসীকে হত্যা করেছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে সিরিয়ায় হিজবুল্লাহর ‘গোলান সন্ত্রাসী নেটওয়ার্কের’ সন্ত্রাসী আদহাম জাহাউতকে হত্যা করা হয়েছে।
তার ভূমিকা সম্পর্কে, সেনাবাহিনী বলেছে যে জাহুত সিরিয়ার সূত্র থেকে তথ্য পেয়েছে। গোলান মালভূমিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে সহায়তা করার জন্য হিজবুল্লাহ সিরিয়ার ফ্রন্টে জড়ো করা গোয়েন্দা তথ্য ছড়িয়ে দেয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রতি জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলের মতে, ইরান ও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়েছে।
সিরিয়া বারবার হামলার নিন্দা করেছে, এগুলোকে তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করেছে। একই সময়ে, ইসরায়েল বলেছে যে তাদের পদক্ষেপের উদ্দেশ্য ছিল “তার সীমান্তের” কাছে ইরান এবং ইরান-সম্পর্কিত বাহিনীর অনুপ্রবেশ বন্ধ করা।
উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় সাতজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। একটি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সূত্র, এনডিটিভি, রয়টার্স, সিনহুয়া