নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রতীকী বার্তা দেন। এ সময় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, মেহেদী হাসান, শফিকুল ইসলাম শফিক, মারুফ হোসেন, তাহের রহমান, মাহমুদুল হাসান মিঠু ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল ইসলাম।
বক্তব্যে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, “গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় হাজার হাজার নিরপরাধ শিশু, নারী ও বৃদ্ধ শাহাদাৎ বরণ করছেন। গাজা এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। অবৈধ দখলদার ইসরায়েল পুরো গাজাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। অথচ আন্তর্জাতিক বিশ্ব এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত পরিতাপজনক।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং ফিলিস্তিনের শহীদ ও যুদ্ধাহতদের প্রতি গভীর সহমর্মতা প্রকাশ করছে। এই ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণও কম অমানবিক নয়। আমি ফিলিস্তিনবাসীর জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।”
এই কর্মসূচির মাধ্যমে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।