লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় পৌর শহরের সরকারী ইসলামপুর কলেজ মাঠের ফুটবল খেলাকে করে ভেঙ্গুরা ও নটারকান্দা গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকদের মধ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খেলা
চলাকালীন সময় মাঠে মারামারি হয়। সন্ধ্যার পর ওই মারামারিকে কেন্দ্র করে পৌর শহরের রেল গেইট এলাকায় দুই গ্রামে বিক্ষুব্দ লোকজনের সংঘর্ষ বাধেঁ।
এতে নটাকান্দা গ্রামের মোহাম্মদ সাখাওয়াত হোসেন সুজন,সফিকুল মিয়া, মৌজাজাল্লা গ্রামের শরিফুল ইসলাম, ভেঙ্গুড়া গ্রামের সিফাত মিয়া, গাওকুড়া গ্রামের বাবু শেখ, মুখলেছ মিয়া ও কিসমত জাল্লা গ্রামের কাজীমদ্দীন আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে গুরুত্বর আহত হওয়ায় সাখাওয়াত হোসেন সুজন, সরিফুল মিয়া, মুখলেছুর রহমান, সফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এ এম আবু তাহের জানান- সন্ধ্যায় মারামারির ঘটনায় গুরুত্বর আহতের উন্নত চিৎিসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।