সুমন দত্ত: ইসলামী ব্যাংকের এমডি মুহাম্মদ মনিরুল মওলা সহ অসংখ্য দূর্নীতিবাজের শাস্তি চেয়ে তিন দফা দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে স্টার্ক ব্যাংকার্স ফোরাম বাংলাদেশ নামে একটি সংগঠন।
শনিবার (১ মার্চ ২০২৫ ইং) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে তারা এ দাবি জানায়। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. নজরুল ইসলাম, আহবায়ক বি এম আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কালাম আহাদ ও মো মনির হোসেন, সদস্য সচিব আকরাম হোসেন, সহ সদস্য সচিব মাছুম বিল্লাহ।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের ৭ মাস অতিবাহিত হলেও বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক স্ক্যামের হোতা এস.আলমের অন্যতম সহযোগী ইসলামী ব্যাংকের এমডি মুহাম্মদ মনিরুল মওলা সহ অসংখ্য দূর্নীতিবাজ এখনো বিভিন্ন ব্যাংক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে। যাদের নির্লিপ্ততা ও বাধার কারণে অর্থ পাচারকারী ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে কোন প্রকারের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না।
তারা আরো বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় বিগত ১৬ বছরে যে মাফিয়া গোষ্ঠী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ার মার্কেট ফোকলা করে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই মাফিয়াদের ডন, ফ্যাসিস্ট হাসিনার ক্যাশিয়ার, ব্যাংক লুটেরা এস.আলম ২০১৭ সাল থেকে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর মাধ্যমে ইসলামী ব্যাংকসহ ৮টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান দখল করে লুটপাটের মাধ্যমে একাই পাচার করেছে ২ লক্ষ ৪২ হাজার কোটি টাকা৷
যার মধ্যে ইসলামী ব্যাংক থেকেই পাচার করেছে ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা। আন্তর্জাতিক মাফিয়া ডন, বাংলাদেশের কলঙ্ক এস. আলমের মত অর্থ পাচারকারী ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে কর্তৃপক্ষের নীরব ভূমিকায় আমরা হতবাক ও মর্মাহত এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
সংগঠনের তিন দফা দাবি
১) বিদেশে পাচারকৃত বাংলাদেশের মেহনতি মানুষের কষ্টার্জিত আমানত ইসলামী ব্যাংকের ১ লক্ষ ৫ হাজার কোটি টাকাসহ ২৮ লক্ষ কোটি টাকা দেশে ফেরৎ আনতে হবে।
২) ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের সাথে জড়িত ব্যাংক লুটেরা এস. আলম ও মনিরুল মওলাসহ দূর্নীতিবাজ মাফিয়া চক্রের প্রত্যেককে আইনের আওতায় এনে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩) ইসলামী ব্যাংকের হাজার হাজার অযোগ্য ও অবৈধ নিয়োগসহ সকল সেক্টরের বিধি বহির্ভূত নিয়োগ-প্রমোশন বাতিল করে সারা দেশের যোগ্য ও বঞ্চিত তরুণদের চাকরীর সুযোগ সৃষ্টি করতে হবে। সেই সাথে ফ্যাসিবাদের সমর্থণে গৃহীত সকল পলিসি বাতিল করে ইনসাফ ভিত্তিক পলিসি প্রণয়নের মাধ্যমে বঞ্চিত ও যোগ্যদের যথাযথ মূল্যায়ণ নিশ্চিত
করতে হবে।