ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদই-সিগারেট আমদানি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

ই-সিগারেট আমদানি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক: গত ১ জানুয়ারি ২০২৫, বাণিজ্য মন্ত্রণালয় আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট (ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম) নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে।

জনস্বাস্থ্য উন্নয়নে বানিজ্য মন্ত্রণালয়ের এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসার দাবীদার। সরকারের এ উদ্যোগকে জোট সাধুবাদ জানাচ্ছে। তরুনদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় বানিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ তামাক বিরোধী জোট এর পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশ তামাক বিরোধী জোট মনে করে সরকারের এই পদক্ষেপ সার্বিক জনস্বাস্থ্য উন্নয়ন এবং তরুনদের নতুন মরণফাঁদ থেকে রক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করবে।

ই-সিগারেট মূলত কম্পিউটার আইটেম বা ইলেকট্রনিক আইটেম হিসেবে ব্যাগেজে বাংলাদেশে নিয়ে আসা হয়। বিভিন্ন স্কুলের পাশের দোকানে এবং অনলাইনে এগুলো অবাধে বিক্রয় হচ্ছে। যা শিশু-কিশোরদেরও আকৃষ্ট করছিলো।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে বানিজ্য মন্ত্রণালয় ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করায় বাংলাদেশে বিক্রয়, বিতরণ এবং ব্যবহারও সীমাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি, স্বাস্থ্যহানীকর এই পণ্যটি যাতে এয়ারপোর্ট, কাষ্টমস বা অন্যকোন মাধ্যমে ই-সিগারেট বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাসমুহ কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular