ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিনোদনঈদে সাত নায়িকার লড়াই

ঈদে সাত নায়িকার লড়াই

বিনোদন ডেস্ক: দুই সপ্তাহেরও কম সময় বাকি ঈদের। তাতে ঈদ সিনেমা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এ উৎসবে সিনেমায় মুক্তির তালিকায় রয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ (শাকিব খান-ইধিকা পাল), এম রহিমের ‘জংলি’ (সিয়াম আহমেদ-শবনম বুবলী- প্রার্থনা ফারদিন দীঘি), শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগী’ (আফরান নিশো-তমা মির্জা-সুনেরাহ বিনতে কামাল্], শরাফ আহমেদ জীবন পরিচালিত নির্মিত ‘চক্কর ৩০২’ মোশাররফ করিম-নিকিতা নন্দিনী শিমু), কামরুজ্জামান রোমানের ‘জ্বীন-৩ (সজল নূর-নুসরাত ফারিয়া)।

বছরের পর বছর ঈদ ছিল শাকিবময়। সময়ের পরিক্রমায় শাকিবদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন অন্য নায়কেরাও। এবার তাদের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নায়িকারাও।

চলতি মাসের শুরুতে প্রকাশ হয় ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ সিনেমার ১ মিনিট ৪৪ সেকেন্ডে টিজার। টিজার শাকিবময় থাকলেও অল্প উপস্থিতিতেও নজর কেড়েছেন ঈধিকা। বাংলাদেশে তাঁর প্রথম অভিনীত সিনেমা ছিল ‘প্রিয়তমা’। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়। ঢাকাই সিনেমায় তাঁর চাহিদার কথা বিবেচনা করেই ‘বরবাদ’ সিনেমায় এই অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করা হয়েছে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী কলকাতার এই অভিনেত্রী।

২০১৬ সালে ‘বসগিরি’ ও ‘শুটার’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় বুবলীর। ওই বছর কোরবানির ঈদে মুক্তি পায় তাঁর জোড়া সিনেমা। শাকিবের বিপরীতে এই অভিনেত্রী বেশ প্রশংসা কুড়ান। এরপর থেকে প্রায় ঈদেই বুবলী অভিনীত একাধিক ছবি মুক্তি পেয়েছে। গত বছরও রোজার ঈদে মুক্তি পেয়েছিল ‘মায়া দ্য লাভ’ ও ‘দেয়ালের দেশ’। ২০২৩ সালের ঈদেও হাজির হয়েছিলেন ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ নিয়ে। এবার দুটি নয়, একটি সিনেমা নিয়ে দর্শকের সামনে আসবেন তিনি। তাঁর অভিনীত ‘পিনিক’ ঈদে আসার কথা থাকলেও শেষ মুর্হর্তে তা পিছিয়ে যায়। গত মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরে এই সিনেমার প্রমোশন করলেন এই নায়িকা।

ছবি পোস্ট করে বুবলী লিখেন, হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়? সিনেমার প্রি-টিজারে শবনম বুবলীকে দেখানো হয়নি। টিজারে বুবলীকে এক ঝলক দেখা গেছে। ফলে বুবলীর চরিত্রটি এখনও খোলাসা করেননি পরিচালক। তবে বুবলীর এমন প্রচারণা ভক্তরা দারুণ উপভোগ করেছেন।

গত ঈদে মুক্তি পেয়েছিল তমা র্মিজা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। সিনেমাটি যেমন ব্যবসায়িকভাবে সফল হয়েছে, তেমনি তমাকে নিয়ে গেছে অন্যরকম উচ্চতায়। এবার ‘দাগী’ সিনেমায় তিনি দেখাবেন অভিনয়ের ঝলক। তমা মির্জা বলেন, ‘দাগী বড় আয়োজনের সিনেমা। গল্পও অসাধারণ। ছবিটি দর্শকের মনে দাগ কাটবে বলে আশা রাখছি।’

‘জংলি’ সিনেমার বুবলীর পাশাপাশি অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সিয়াম আহমেদের সঙ্গে তাঁর রসায়ন তা জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদ জানিয়ে দীঘি বলেন, ‘সবসময়ই দর্শক বেশ আশা নিয়ে হলে সিনেমা দেখতে যায়। আশা করছি, ‘জংলি’ দেখে হতাশ হবেন না।

‘জ্বীন-৩’ সিনেমায় ‘কন্যা’ গানে সজলের সঙ্গে এরই মধ্যে রীতিমতো রঙিন হয়ে ধরা দিয়েছেন নুসরাত ফারিয়া। ফারিয়া তিনটি ভিন্ন কস্টিউমে হাজির হয়েছেন। সিঁদুর লাল শাড়িতে একেবারে টুকটুকে বউ এর সাজে, কুসুম রঙা শাড়িতে যেন নামিয়েছেন বসন্ত। সাদা কুর্তিতে মোহনীয় ফারিয়া নজর কেড়েছেন সবার।

ফারিয়া বলেন, ‘ঈদে উৎসবে দর্শক ভিন্নধর্মী গল্প পছন্দ করেন। এটি ঈদের অন্যান্য সিনেমা থেকে সহজেই আলাদা করা যাবে। বেশ যত্ন নিয়ে নির্মাতা সিনেমাটি নির্মাণ করেছেন। অনেক কষ্ট করে কাজ করছি। সব কষ্ট সার্থক হবে যখন দর্শক সিনেমাটি দেখবেন।’ ঈদ উৎসবে প্রথমবার সিনেমা নিয়ে আসছেন সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। ছবি দুটি নিয়ে বেশ প্রত্যাশার কথা শোনালেন এই দুই নায়িকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular