মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুর : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তরুণ প্রবাসী সংগঠন শ্রীনগর ইউনিয়নের উদ্যোগে ১০০০ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, গতকাল রায়পুরা প্রান্ত শালা নদীর ঘাটে শ্রীনগর ইউনিয়নের মেম্বার শওকত আলী মেম্বারের সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামাল আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ফাইজুর রহমান চেয়ারম্যান, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন সামু, বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক যুবদলের যুগ্ন আহবায়ক আকির ভূঁইয়া, কামাল ফকির, দুলাল মিয়া সহ সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ।