ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeবিচিত্র সংবাদউড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে

উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে

কতই না বিচিত্র এই পৃথিবী। প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা-আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবন যাপন, আচার আচরণ নানান ধরনের।

সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। আজ আমরা জেনে নেব, তেমনই কিছু তথ্য।
সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। ওড়ার সময় ঘন ঘন ডানা ঝাপটায় আর অনেক পাখি একসঙ্গে ডানা ঝাপটিয়ে উড়তে থাকলে এক ধরনের তীব্র গুঞ্জন সৃষ্টি হয়। এই জন্যই এদের হামিংবার্ড বলা হয়।

ছোট হামিং বার্ডের শরীর ২ ইঞ্চি বা ৬ সেন্টিমিটারের মতো। ওজন অন্য পাখির পালকের সমান, মাত্র ২ গ্রাম! ওড়ার সময় সেকেন্ডে ৪০ থেকে ৫০ বার ডানা ঝাপটায় হামিং বার্ড।

পৃথিবীতে হামিংবার্ডের মোট ৩৬০টি প্রজাতি রয়েছে। এই পাখি শুধু মাত্র আমেরিকার ট্রপিক্যাল অঞ্চলে পাওয়া যায়। এরা মেক্সিকো উপসাগর ধরে কোথাও না থেমে পূর্ব-উত্তর আমেরিকাতে প্রায় ৯৫০ কিলোমিটার দূরে পাড়ি জমায়।

হামিং বার্ডের মিনিটে ১২০০ বার হার্টবিট হয়, মানুষের যেখানে ৬০ থেকে ১০০ বার। আকারের তুলনায় এদের খাদ্যগ্রহণের হার অস্বাভাবিকভাবে বেশি। তারা দিনে ৩.১৪ থেকে ৭.৬ ক্যালরি খাবার গ্রহণ করে। ঘণ্টাপ্রতি গড়ে ৪৫ কিলোমিটার গতিতে উড়তে পারে এরা।

এরাই একমাত্র পাখি যারা সামনে, পেছনে, ওপরে ও নিচে সবদিকেই পূর্ণগতিতে চলাচল করতে পারে।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, হামিং বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, আর সে ডিম মাটিতে পড়ার আগেই ডিম থেকে বাচ্চা ফুটে। ডিমের খোলস থেকে বের হয়ে উড়তে শুরু করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular