নিজস্ব প্রতিবেদক: ভোরে ঝলমলে রোদ নিয়ে পুবালি সূর্য উঁকি দিলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত উত্তরের জনপদ পঞ্চগড় শীতে কাঁপছে।
শীতে উত্তরের জনপদ পঞ্চগড়ে তাপমাত্রার ডিগ্রি বরাবরই নিম্নমুখী। এরমধ্যে একদিন তাপমাত্রা খানিকটা বেড়ে গিয়েছিল। এবার সেটি নেমে গিয়ে আবারও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে দুর্ভোগ পোহাচ্ছেন জেলার বাসিন্দারা।
মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলছেন, গতকাল বেশ গরম ছিল। তবে সন্ধ্যার পর থেকেই আবার জেঁকে বসে কনকনে হাড়কাঁপানো শীত।
হাসপাতালের তথ্যমতে, শীতের কারণে বেড়েছে সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি ৬৬ জন শিশুর বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত।
হাসপাতালের শিশুবিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন বলেন, ‘শীতের কারণে শিশুরা বেশি অসুস্থ হচ্ছে। তাই শিশুদের শীতে সুরক্ষিত রাখতে বাবা-মাকে সতর্ক থাকতে হবে।’
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় একই তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল সোমবার সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের হিম বায়ু এ এলাকায় সরাসরি প্রবেশ করায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।