ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশএআই প্রযুক্তিতে মাছ চাষের উদ্ভাবক ইউএনও জুয়েল বর্ষসেরা প্রশাসকের সম্মাননা পেলেন

এআই প্রযুক্তিতে মাছ চাষের উদ্ভাবক ইউএনও জুয়েল বর্ষসেরা প্রশাসকের সম্মাননা পেলেন

ময়মনসিংহ ব্যুরো : এআই প্রযুক্তিতে মাছ চাষের উদ্ভাবক যার জনবান্ধব আচরণ, সেবা নিশ্চিত করণ, আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও মানবিক গুনাবলীর স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা দক্ষ প্রশাসক হিসেবে সম্মাননা পেলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় এ সম্মাননা প্রদান করে ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগান কে ধারণ করে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার সকালে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular