ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশএকটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য ব্রাহ্মণবাড়িয়ায় ডি আই জি হাবীব

একটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য ব্রাহ্মণবাড়িয়ায় ডি আই জি হাবীব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ একটি রাষ্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। তিনি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কার্যালয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন সুশীল সমাজকে এমন পুলিশের জন্য আন্দোলন করতে হবে যেমন পুলিশ তারা চান। যারা জনকল্যাণে কাজ করবে। প্রতিটি রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কাজ করছে পুলিশ। যাতে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে। তিনি সকলকে পুলিশের উপর আস্থা রাখতে আহ্বান জানান।

জেলা পুলিশের আয়োজিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক এড. আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারী মুহাম্মদ মোবারক হোসেন, জেলা বারের সভাপতি কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু প্রমুখসহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular