ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়একুশে পদক গ্রহণ করলেন মেহদী হাসান ও তার তিন বন্ধু

একুশে পদক গ্রহণ করলেন মেহদী হাসান ও তার তিন বন্ধু

নিউজ ডেস্ক : চলতি বছর মেহদী হাসান খানকে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত করা হয়। যাকে অভ্র কি-বোর্ড তৈরির কারিগর বলা হয়।তিনি এককভাবে পুরস্কার নিতে অনিহা প্রকাশ করেন। পরে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, অভ্র কি-বোর্ড তৈরিতে আরও তিন বন্ধু সাহায্য করেছে। যদি একুশে পদক দিতে হয়, তাহলে তাদেরকেও দিতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে একুশে পদক তুলে দেন। তার তিন বন্ধু হলেন- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম পদক গ্রহণের ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি বলেন, আজ বৃহস্পতিবার অভ্র কি-বোর্ডের কারিগর মেহদী হাসান খান ও তার বন্ধুদের রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ একুশে পদক প্রদান করা হয়েছে।

এর আগে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিভায়েড ফেসবুকে লিখেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব।’

উপদেষ্টা জানিয়েছেন, ‘তিনি (মেহদী হাসান) একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধু- রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা; যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্রর জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

ফারুকী লিখেছেন, অভ্রর তৈরির সঙ্গে যুক্ত এই চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular