গফরগাঁও (মযমনসিংহ) প্রতিনিধি: এক রাতে ২ কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার ভারইল গ্রামে চুরির এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয় সুত্রে জানাযায়, রবিবার ভোর রাতের যে কোন সময় এনামুল হাছানের ১টি ষাড় গরু ও ৩টি গাভী এবং আইয়ূব আলীর ১টি গাভী ও ১টি বকনা বাছুর চুরি হয়। গরু গুলোর আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা জানায় ক্ষতিগ্রস্থ গরুর কৃষক।
কৃষক এনামুল হাছান ও আইয়ুব আলী জানান, সন্ধ্যায় গরু গুলো তাদের বসত ঘরের পাশে গোয়াল ঘরে বেঁধে রেখে আসে।শনিবার দিবাগত রাত চারটা পর্যন্ত তারা গরুগুলো পাহারা দেয়। রবিবার সকালে গোয়াল ঘরে গিয়ে দেখে তাদের একটি গরুও নেই। ঘোয়াল ঘরের তালা কেটে ৬টি গরুই দুবৃর্ত্তরা ভোর রাতে চুরি করে নিয়ে যায়।এর পরেই তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন তার বাড়িতে আসে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন খোঁজ পাননি।
গফরগাঁও থানার ওসি মোঃ শিবিরুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে, গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।