ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিএনবিআরে চলমান আন্দোলন: কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় রাজি অর্থ উপদেষ্টা

এনবিআরে চলমান আন্দোলন: কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় রাজি অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক : এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনে প্রেক্ষিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আন্দোলনকারী এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটায় অর্থ মন্ত্রণালয়ে তারা আলোচনায় বসবেন।

রবিবার (১৮ মে) বিকেলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এনবিআর ও এনবিআরের অধীনস্থ সব কাস্টম হাউজ, শুল্ক স্টেশন, ভ্যাট কমিশনারেট ও আয়কর অফিসে কলম বিরতি চলছে। তবে কলম বিরতি শেষ হওয়ার আগেই আলোচনায় বসার খবর এসেছে।

এর আগে শনিবার (১৭ মে) কর্মসূচি ঘোষণার সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিরা জানান, তারাও আলোচনার মাধ্যমে এ অচলাবস্থার নিরসন করতে রাজি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular