ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডএনবিআর সংস্কার ঐক্য পরিষদের কলম বিরতি স্থগিত

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কলম বিরতি স্থগিত

নিউজ ডেস্ক : সরকারের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে কলম বিরতির আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামীকাল ২০ মে (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেবে ঐক্য পরিষদের ১৫-২০ জনের একটি প্রতিনিধি দল।

১৯ মে (সোমবার) আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঐক্য পরিষদের নেতারা।

তারা জানান, সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলোচনায় অংশ নেব। তাই আগামীকালের আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটি তাদের দাবিগুলোও পুনরায় তুলে ধরে জানায়—জারিকৃত অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে টেকসই সংস্কার বাস্তবায়নের দাবি তাদের।

এদিকে আজ সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এনবিআর ও এর অধীনস্থ অফিসগুলোতে ছয় ঘণ্টার কলম বিরতি পালিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular