ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডএসএসসির ফরম ফিলআপ শুরু ১ ডিসেম্বর

এসএসসির ফরম ফিলআপ শুরু ১ ডিসেম্বর

নিউজ ডেস্ক : আগামী ১ ডিসেম্বর চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম ফিলআপ শুরু হয়ে চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এবার গত বছরের চেয়ে ১০০ টাকা ফি বেড়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ফরম পূরণে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ১০ ডিসেম্বর। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।

জরিমানাসহ ১৪ ডিসেম্বর পর্যন্ত ফি জমা দেয়া যাবে । বিলম্ব ফি জমা দেয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

ব্যবহারিক, কেন্দ্র ফিসহ মানবিক ও বাণিজ্য বিভাগের একজন শিক্ষার্থীর কাছ থেকে সর্বোচ্চবিজ্ঞান বিভাগের ফরম পূরণের ফি বাবদ দিতে হবে ২ হাজার ২৪০ টাকা ও ‍২ হাজার ১২০ টাকা ফরম পূরণের ফি আদায় করতে পারবে স্কুলগুলো।

বিলম্ব ফি সর্বোচ্চ ১০০ টাকা নিতে পারবে। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীর কাছ থেকে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ নেয়া যাবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular