ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeতথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানএসি ও ফ্যান একসঙ্গে চালাচ্ছেন?

এসি ও ফ্যান একসঙ্গে চালাচ্ছেন?

নিউজ ডেস্ক: তীব্র গরমে স্বস্তি পেতে অনেকেই এসি কিনেছেন। কিন্তু ভাবছেন ফ্যানটা বুঝি অকেজো হয়ে গেল। 

যারা ভাবছেন এসি ও সিলিং ফ্যান একসঙ্গে চালানো যায় না। তাদের জন্য রয়েছে খুশির খবর।

বিশেষজ্ঞরা বলছেন, এসি ও ফ্যান একসঙ্গে চালালে বেশ কিছু উপকারিতা পেতে পারেন। এ দুই যন্ত্র একসঙ্গে ব্যবহার করলে বিদ্যুৎ বিলের সাশ্রয়ও সম্ভব। 

জেনে নিন আরও কিছু উপকারিতা সম্পর্কে-

১. সিলিং ফ্যান ঘরের বাতাস ঠান্ডা করতে পারে না। তবে এসির ঠান্ডা বাতাস ঘরের কোণে কোণে পৌঁছে দিতে পারে। ফলে ঘর দ্রুত ঠান্ডা হয়।

২. এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে বিদ্যুৎ খরচও কমানো সম্ভব। কারণ কয়েক ডিগ্রি বাড়িয়েও এসি ব্যবহার করা যায় তখন। এসি ২৬ ডিগ্রিতে দিয়ে সিলিং ফ্যান চালিয়ে দিলে ২২ ডিগ্রির মতো ঠান্ডা অনুভূত হয়। এতে ১২ থেকে ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হয়।

৩. অনেক সময় দীর্ঘক্ষণ এসি চললে বা কম তাপমাত্রায় এসি চালু রাখলে ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। রাত হলে সেটা বোঝাও যায় না সঙ্গে সঙ্গে। এক্ষেত্রে ঘরের তাপমাত্রা সহনশীল রাখতে ফ্যান ও এসি দুটোই হালকা করে চালিয়ে রাখুন।

৪. কিছুক্ষণ ফ্যান এবং এসি একসঙ্গে চালিয়ে ঘর ঠান্ডা হলে এসি বন্ধ করে দিন। অনেকক্ষণ ঠান্ডা থাকবে ঘর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular