নিজস্ব প্রতিবেদক : অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ আয়োজনের সভাপতিত্ব করেন ওজাব প্রেসিডেন্ট রহীম শাহ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ মনির হোসেন কাজী। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ আলমগীর হোসেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক জাওহার ইকবাল খান, ওজাব উপদেষ্টা এডভোকেট শাহিদা রহমান রিংকু, ওজাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসান আলী রেজা দোজা, ভাইস প্রেসিডেন্ট আঞ্জুমান আরা শিল্পী, মানবাধিকার কর্মী মোঃ মঞ্জুর হোসেন ঈশা, যুগ্ম মহাসচিব মোঃ আল-আমিন শাওন এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম পর্বে মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে আহ্বায়ক এবং মোঃ ছানাউল্লাহকে সদস্য সচিব করে ওজাবের ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শাহানাজ হীরাকে মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক এবং পটুয়াখালী জেলার আহ্বায়ক হিসেবে মোঃ আবুল কালাম আজাদকে দায়িত্ব প্রদান করা হয়। তাদের ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানের বক্তারা অনলাইন সাংবাদিকতার প্রসারে ওজাবের অবদান এবং দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ওজাব এর মাধ্যমে অনলাইন সাংবাদিকতার মান আরও উন্নত হবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পাবে।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক আয়োজন এবং নৈশভোজের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত হয়।