ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধকমলনগরে ৩ ইটভাটাকে জরিমানা

কমলনগরে ৩ ইটভাটাকে জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ তিনটি ইটভাটার ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে দিনব্যাপী কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে অভিযান চালিয়ে ভাটাগুলোর জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস।

অর্থদণ্ড প্রাপ্ত ইট ভাটাগুলোর মধ্যে সুমাইয়া ব্রিকসকে ২ লাখ টাকা, এলএমবি ব্রিকসকে ২ লাখ টাকা ও আল্লারদান ব্রিকসকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অবৈধ ইটভাটাগুলোর কাঁচামাল ও চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, ইটভাটাগুলো অবৈধ ছিল। কাঠ পুড়িয়ে ইট তৈরি করতো। যা আইনত দন্ডনীয়। অভিযান চলিয়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কাঁচামাল ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular