নীলফামারী প্রতিনিধি: সাপ্তাহিক দুই দিন ছুটির পরে কর্মচাঞ্চল্যতায় অফিস যখন সরগরম থাকার কথা তখন, ব্যতিক্রম নীলফামারী জেলা সাব রেজিষ্ট্রার অফিস। ৫ জন কর্মকর্তা-কর্মচারীর ৪ জনই অফিসে অনুপস্থিত। সেবা প্রত্যাশী অনেকেই এসে ফিরে যাচ্ছেন, কর্মকর্তা- কর্মচারী না থাকায়। এ নিয়ে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে অনেককেই।
সূত্র জানায়, জেলা রেজিষ্ট্রার এসএম সোহেল রানা মিলন গত বুধবার অফিস শেষে বাড়ি পথে পা বাড়ালেও রবিবার আর অফিসে আসেননি। প্রধান সহকারী খান মহিবুর রহমান ও কম্পিউটার অপারেটর ওমর চাঁদ রয়েছেন ছুটিতে। এদিকে গতকাল রবিবার আধবেলা অফিস করে ৩দিনের ছুটিতে অফিস ছাড়েন টিসি সহকারী মনি শংকর রায়।
এমনটিই জানালেন, অফিসে উপস্থিত একমাত্র অফিস সহকারী রিতা সমদ্দার। তবে তিনি কোন কর্মকর্তা-কর্মচারীর ছুটির আবেদন দেখাতে পারেননি সাংবাদিকদের। হাজিরা খাতা দেখতে চাইলে তিনি তা টেবিল থেকে সরিয়ে রাখেন। এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, জেলা ও উপজেলা পর্যায়ের বেশীর ভাগ অফিসেরই এখন এমন চিত্র। বেশীর ভাগ কর্মকর্তা-কর্মচারী বৃহস্পতিবার দুপুরের আগেই অফিস ছাড়লেও রবিবার প্রথম কর্মদিবসে অনেকেই আর অফিসে আসছেননা। কেউ কেউ আসলেও দুপুর গড়িয়ে অফিসে আসছেন।
এব্যাপারে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মুঠোফোনে ফোন দেয়া হলে তারা ফোন রিসিফ করেনি। শুধু টিসি সহকারী মনি শংকর রায় ফোন ধরে জানান, আমি অফিস করে দরখাস্ত দিয়ে তিনদিনের ছুটি নিয়ে পারিবারিক কাজে বাড়ীতে যাচ্ছি।