নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী পুষ্প রাণী দাসকে রাজকীয় বিদায় দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
আজ বুধবার বিকালে অবসরজনিত কারণে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পুষ্প রাণী দাসকে প্রাইভেটকার করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় কলেজ কর্তৃপক্ষ।
এর আগে দীর্ঘদিন কর্মরত পুষ্প রাণী দাসকে বিদায় জানাতে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রতিষ্ঠানে আসেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালনা ড. হাকীম মোহাম্মদ ইউসূফ হারুন ভূঁইয়া এবং রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার হারুন।
পুষ্প রাণী দাস ২০১০ সালে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। পুষ্প রাণী দাসের বাড়ি সদর উপজেলার দত্তপাড়া গ্রামে। বিদায় সংবর্ধনায় আবেগঘন মুহুর্ত তৈরি হয়েছে।
কর্মীর প্রতি মালিকের এমন ভালোবাসা প্রশংসায় ভাসছে সর্বত্র।
এসময় উপস্থিত ছিলেন- হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবে আনোয়ার, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।