নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মোহাম্মদ ওলি (৬০) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (০৯ মে) দুপুরে একটি বিশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী।
ভুক্তভোগীদের অভিযোগ, মোহাম্মদ ওলি নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাকরি দেওয়ার আশ্বাসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করতেন। তিনি স্থানীয় সিয়াম নামের এক যুবকের কাছ থেকে ৪৮,০০০ টাকা গ্রহণ করেন। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে তিনি ভুক্তভোগীকে ঢাকা সেনানিবাসের বিভিন্ন স্থান এবং সিএমএইচ হাসপাতালে নিয়ে যান, যেন চাকরি প্রক্রিয়া ও চিকিৎসা সংক্রান্ত কার্যক্রমের ছদ্ম অভিনয় দেখাতে পারেন।
বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারককে গ্রেপ্তারের পরিকল্পনা করে আজ দুপুরে, যখন তিনি আরও অর্থ নিতে আসেন, তখন অভিযান চালিয়ে তাকে দ্রুত আটক করে সেনা সদস্যরা। পরে তার কামরাঙ্গীরচরের বাসায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী – ২টি মোবাইল ফোন, ১টি এটিএম কার্ড, ১টি মেমোরি কার্ড, সামরিক পোশাক ও সরঞ্জাম, সেনা সদস্য সেজে ব্যবহৃত ব্যাগ এবং চাকরিপ্রত্যাশীদের আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ ওলি প্রতারণার কথা স্বীকার করেন। তিনি জানান, ১০–১৫ জন চাকরিপ্রত্যাশীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা আদায় করেছেন। তিনি নিজেকে ৫৭ ফিল্ড কোম্পানি ইঞ্জিনিয়ার্স-এর প্রাক্তন কর্মী হিসেবে পরিচয় দিলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
গ্রেপ্তারের পর তাকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, “অভিযুক্ত আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে কোর্টে পাঠানো হবে।”