ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিকিছু মহল বাংলাদেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়: মির্জা ফখরুল

কিছু মহল বাংলাদেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: কিছু কিছু মহল নির্বাচনকে পিছিয়ে দিতে চায় অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো স্বার্থ থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারেসেই কারণে তারা কিছুটা পিছিয়ে (নির্বাচন) দিতে চান।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেছেন, সংস্কারের কারণে নির্বাচন পেছানোর আমি কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না। সংস্কার সংস্কারের মতো চলবে। নির্বাচন নির্বাচনের মতো চলবে। তবে একটা অর্থবহ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুক ন্যূনতম সংস্কার দরকার, সেটা দ্রুত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনীকে কোনোভাবেই বিতর্কিত করা উচিত নয়। ৫ আগস্ট সেনাবাহিনী অতীতের মতো নিজেদের দেশপ্রেমিক প্রমাণিত করেছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের স্বার্থ পরিপন্থী কোনো কাজ না করলেও একটি মহল বিএনপিকে ভারতপন্থী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। বিএনপি দেশের স্বার্থে সব সবার সাথে সুসম্পর্কে বিশ্বাসী বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমেরিকায় পরিবারতন্ত্র হলে কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশে হলেই সমস্যা হিসেবে দেখা হয়। তিনি দাবি করেন, কিছু মহল বাংলাদেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়।

তিনি অভিযোগ করেন, বিদেশে বসবাসরত কিছু ব্যক্তি ফেসবুকে বিভিন্ন মন্তব্য করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এসময় তিনি বলেন, সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক তৈরি করা কোনোভাবেই কাম্য নয়।

এ সময় তারেক রহমান ও খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এপ্রিলের মাঝামাঝি সময়ে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন। আর নির্বাচনের কৌশল নির্ধারণ হলেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular