ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশপঞ্চগড়কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক কর্মশালা

কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক কর্মশালা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:   এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায়,আগামীর বাংলাদেশ ও কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দিনব্যাপি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র পরিচালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সৃষ্টিশীল ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে তাদের মতামত জানতে চান আয়োজকরা। কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ জন শিক্ষার্থী ১২ টি গ্রুপে অংশ নেয়। শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে তাদের সম্মিলিত মতামত পৃথক পৃথকভাবে টিম লিডারের মাধ্যমে কর্মশালায় উপস্থাপন করে।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান সভাপতির বক্তব্যে,কৈশোরকাল কি, কৈশোরকালীন পুষ্টির গুরুত্ব,খাদ্য ও পুষ্টি ইত্যাদি নিয়ে কিশোর কিশোরীদের ধারণা দেন।

তিনি আরো বলেন, আজকের এই কর্মশালা তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে উদ্ভাসিত করার পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা তৈরী করতে কার্যকর ভুমিকা রাখবে। উদ্যম ও সৃজনশীল চিন্তার শক্তি দিয়ে বৈষম্যমুক্ত এবং টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ার আহবান জানান তিনি।

এ সময় উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আইসিটি অফিসার এ.এম আরিফুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular