বিশেষ প্রতিনিধিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগের থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ভবিষ্যতে আর কোনো সংঘবদ্ধ মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।মবের বিরুদ্ধে সবাইকে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, অনেকে সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কেননা, বিভিন্ন কারণে পুলিশের যানবাহন সহ আনুষঙ্গিক সুবিধাদির কিছুটা ঘাটতি রয়েছে। আপনারা জানেন, ০৫ আগস্ট পুলিশের অনেক থানা ও গাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে। আর আমরাও এখনো তাদেরকে নতুন গাড়ি দিতে পারিনি। তবে বিভিন্ন জায়গা থেকে পুরনো গাড়ি সংগ্রহ এবং কিছু নতুন গাড়ি ক্রয়ের মাধ্যমে সে ঘাটতি পূরণের চেষ্টা চলছে। তাছাড়া পুলিশ সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়া চলমান। সে কারণে পুলিশ আগের চেয়ে তৎপর ও কর্মোদ্যমী হয়েছে।
পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে হলে পুলিশের অধস্তন ফোর্সদের থাকা, খাওয়া সহ থানার অবকাঠামো ও আনুষঙ্গিক সুবিধাদি আরও উন্নত করা প্রয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পরে উপদেষ্টা সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধের ঘটনা ঘটতেই পারে। তবে মুখ্য বিষয় হচ্ছে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কিনা। ভবিষ্যতে যাতে কোন গোষ্ঠী সংঘবদ্ধ মব সৃষ্টি করতে না পারে এবং সন্ত্রাসী/অপরাধীরা অপরাধ ঘটাতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা নিউজ/এস