নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো আপস নেই, নির্বাচন হতেই হবে। এর কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্দিষ্ট সময়ের পর যত ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতে হবে। এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আমরা যত যাই করি; দেশে, সমাজে যদি জবাবদিহিতা ও নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারি, তাহলে কোনোভাবেই কোনো সমস্যার সমাধান করতে পারব না। জাতীয় পর্যায়ে নির্বাচন হোক, স্থানীয় পর্যায়ে নির্বাচন হোক, প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্বাচন হোক, যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে; সেখানেই নির্বাচন হোক।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণ যেহেতু ভোটার, তাই নির্দিধায়, নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে।
তারেক রহমান অর্ন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা যতই ভালো ভালো কথা বলেন আর সংস্কার করেন, দিনশেষে জনগণ দ্রব্যমূল্য, স্বাস্থ্য, কর্মসংস্থান ও ভোটের কথা জানতে চাইবে। জনগণের চাওয়া-পাওয়া যে কোনো মূল্যে আমাদের পূরণ করতে হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়া হালিমা আরলী, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোছা. শাম্মী আক্তার, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।