ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিক্যাম্পাসে মব তৈরি করছে একটি গুপ্ত সংগঠন: ঢাবি ছাত্রদল সভাপতি

ক্যাম্পাসে মব তৈরি করছে একটি গুপ্ত সংগঠন: ঢাবি ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, ক্যাম্পাসে মব তৈরি করছে একটি গুপ্ত সংগঠন। তারা মব তৈরি করে শিক্ষার্থীদের বোঝাতে চাচ্ছে, ছাত্রদল ছাত্রলীগের মতো আধিপত্য করবে।

সভাপতি বলেন,ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে কোনো আলবদর বাহিনী, বট বাহিনী, গুজব বাহিনী প্রশ্নবিদ্ধ করতে পারবে না।

মঙ্গলবার রা‌তে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি ব‌লেন, কুয়েটে দুদিন আগে একটি টিম অত্যন্ত সুশৃংঙ্খলভাবে ফরম বিতরণ করেছে, যা আমাদের সাংবিধানিক অধিকার। আর আজকে একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে মিছিল আয়োজন করেছিল। ঐসময় সেখানে ছাত্রদলের ফরম পূরণ চলাকা‌লে তাদের ওপর হামলা করেছে তারা। তারা আস‌লে একটি মব তৈরি করে শিক্ষার্থীদের বোঝাতে চাচ্ছে, ছাত্রদল ছাত্রলীগের মতো আধিপত্য করবে।

বি‌ক্ষোভ সমাবেশে তিনি বলেন, যারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চাই না বলে মিছিল করেছিল, তারা এখন ক্যাম্পাসগুলোতে নামে বেনামে সংগঠন খুলে বসে আছে। ছাত্রদল কোনো গেস্টরুম গণরুমের সংস্কৃতি ধারণ করে না।

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটি মব তৈরি করা হয়েছিল যে, ছাত্রদল ডাকসু চায় না। কিন্তু ডাকসু আমাদের প্রাণের দাবি। আমরা ইতোমধ্যে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে প্রস্তাবনা দিয়েছি। আমরা প্রকাশ্যে মতামত বিনিময় করছি শিক্ষার্থীদের সঙ্গে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। ৫ আগস্টের পর হয়তো কিছুদিন মব তৈরি করে তাদের আবেগকে নিয়ে খেলাধুলা করা গেছে, কিন্তু শিক্ষার্থীরা বুঝে গেছে, মব তৈরি করে কোনো ধরনের গুপ্তভিত্তিক চর্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হবে না।

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, যে অধিকার আদায়ের জন্য রাজনৈতিক অধিকার আদায়ের জন্য যখন ছাত্রদলের নেতাকর্মীরা কুয়েটে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের ফরম বিতরণ করতে গেল তখনই একটি কুচক্রী মহল, গুপ্ত সংগঠন নামে বেনামে ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। আমাদের নেতাকর্মীরা যখন কার্যক্রম শেষে ক্যাম্পাস ত্যাগ করছিল তখনই মূল ফটকের সামননে একটি গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নামে নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করে। এই নৃশংস হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular