ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশক্ষমতাধরদের জবাবদিহির এখনই আদর্শ সময় : প্রেস সচিব

ক্ষমতাধরদের জবাবদিহির এখনই আদর্শ সময় : প্রেস সচিব

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, ক্ষমতাধরদের প্রশ্ন করে দায়বদ্ধতার মধ্যে নিয়ে আসার এখনই আদর্শ সময়। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে না বলেও জানান তিনি।

রাজধানীর একটি হোটেলে রোববার (১২ জানুয়ারি) অক্সফাম বাংলাদেশের আয়োজনে ‘ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমার সমালোচনা করতে পারেন, প্রধান উপদেষ্টার সমালোচনা করতে পারেন এমনকি উপদেষ্টাদেরও সমালোচনা করতে পারেন। কারণ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজন আছে। আমরা সেজন্য যথাযথ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি।

শফিকুল আলম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনতে চাইলে এখনই আদর্শ সময়। কারণ এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না।

‘এ পর্যন্ত আমরা আমাদের নিরাপত্তা এজেন্সি, প্রশাসনকে ব্যবহার করে, কিংবা কোনো আইন প্রয়োগ করে কোনো প্রকার বাঁধা দেইনি। যদি কারও অভিযোগ থাকে আমাদের জানান, আমরা সেটি নিয়ে কাজ করবো’, যোগ করেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular