ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতখাবারে ক্ষতিকারক রং ও কেমিক্যাল ব্যবহারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

খাবারে ক্ষতিকারক রং ও কেমিক্যাল ব্যবহারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় ক্ষতিকারক ফুড কালার ও কেমিক্যাল ব্যবহার করায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত রাজধানীর দক্ষিণখান থানাধীন মদিনা বেকারি এবং সুমাইয়া বেকারি ও উত্তরখান থানাধীন নিউ রাজধানী বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এসময় তেজগাঁও বিএসটিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম সুমনের উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মদিনা বেকারিকে ৫০ হাজার টাকা, নিউ রাজধানী বেকারিকে ৫০ হাজার টাকা এবং সুমাইয়া বেকারিকে ১ লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করেন।

এসব কারখানায় ব্যবহার করা ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে এসব কারখানা বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular