মো: তৌফিকুল হক নরসিংদী (রায়পুরা) প্রতিনিধি : রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নবিএনপি’র উদ্যোগে ঝাওকান্দিতে আপষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১ ঘটিকার সময় মহেশপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট জালাল উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়, সভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ৯ ম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় ঐক্য জোট প্রার্থী জামাল আহমেদ চৌধুরী উক্ত সভাই প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য এম এন জামান, প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য এ কে এম জাহাঙ্গীর আলম বাদল, আরো বক্তব্য রাখেন কৃষক দলের প্রস্তাবিত সভাপতি এস এম রফিক, নরসিংদী জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ তৌফিকুল হক, যুবদল নেতা বাবুল আমিন, কালা জাহাঙ্গীর, ছাত্রদল নেতা দিদার উদ্দিন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শেষে বিশেষ মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।