গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
শনিবার মধ্য রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোসাইরহাট থানার ওসি মো.মাকসুদ আলম বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষে আহতরা হলেন, উত্তর চরজানপুর গ্রামের মৃত দুলাল বেপারী ছেলে রহিম বেপারী (৪৫), সোনা আলি বেপারীর ছেলে জয়নাল বেপারী (৫৫), জয়নাল বেপারীর ছেলে শামীম (২৫) ও গনি মোল্লার ছেলে আলাআমিন মোল্লা (৩০)। আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে উত্তর চরজানপুর গ্রামে সাতপাড় বাজার এলাকায় সরকারি খাস জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
ওসি মাকসুদ আলম বলেন, ‘চরের খাস জমি দখল, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরেই শনিবার রাতের সংঘর্ষ। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’