ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশখুলনায় এনআইডি সংশোধনে ঝুলে আছে ২৭ হাজার আবেদন: দ্রুত নিষ্পত্তির নির্দেশ

খুলনায় এনআইডি সংশোধনে ঝুলে আছে ২৭ হাজার আবেদন: দ্রুত নিষ্পত্তির নির্দেশ

খুলনা প্রতিনিধি : খুলনা অঞ্চলের ১০ জেলার ২৭ হাজারেরও বেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন এখনও প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) দ্রুত এসব আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। সম্প্রতি এনআইডি সংশোধন ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত খুলনা অঞ্চলের সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

ইসির এনআইডি উইং ধারাবাহিকভাবে দেশব্যাপী সভা করছে, যেখানে কমিশনের সচিব শফিউল আজিম সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। খুলনা অঞ্চলের প্রবাসী ভোটারদের ৮৬২টি আবেদনের মধ্যে ৩৩১টি অনুমোদন করা হয়েছে, আর ১৫৭টি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার। তবে এখনও ২৭ হাজার ৩৭৮টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

সচিব শফিউল আজিম জানিয়েছেন, এনআইডি সংশোধনের ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সেবার জন্য প্রতিটি কার্যালয়কে আরও দায়িত্বশীল হতে হবে। বর্তমানে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম না থাকায়, ঝুলে থাকা এসব আবেদন নিষ্পত্তির জন্য সময়কে কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া, নতুন ভোটার নিবন্ধন ও এনআইডি সংশোধনের জন্য প্রয়োজনীয় দলিলের তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সচিব স্থানীয় প্রেসক্লাব ও গণমাধ্যমের সহায়তায় এ বিষয়ে প্রচারের আহ্বান জানিয়েছেন। জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায়ও বিষয়টি গুরুত্ব দিয়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা ও থানা নির্বাচন অফিসগুলোকে সেবা প্রদানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে বলা হয়েছে, যেখানে স্বচ্ছতা ও দক্ষতা বজায় রেখে সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি কার্যক্রম আরও গতিশীল করারও তাগিদ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular