ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়খোলাবাজারে বিনামূল্যের বই বিক্রয়, মজুতদারি চক্রের ২ সদস্য আটক: ডিবি

খোলাবাজারে বিনামূল্যের বই বিক্রয়, মজুতদারি চক্রের ২ সদস্য আটক: ডিবি

নিউজ ডেস্ক : ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি- এসময় দুই ট্রাক বই জব্দ করা হয় যার বাজারমূল্য আনুমানিক আট লাখ টাকা।

রাজধানীর মিন্টো রোডে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আটককৃতরা হলো-সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৬)।

প্রতিবছর কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয় সরকার। তবে, কিছু অসাধু চক্র এসব বই মুদ্রণ এবং পরিবহ্নকালে বাড়তি মজুত করে খোলাবাজারে চড়া দামে বিক্রি করে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাংলাবাজার থেকে এ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে ডিবি বলেও জানান নাসিরুল ইসলাম।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকারের বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়ে থাকে। বছরের শুরুতে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মন উৎফুল্ল হয়ে উঠে। সরকারের আন্তরিক প্রচেষ্টা নস্যাৎ করার লক্ষ্যে কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের পুস্তক অবৈধ মজুতদারির মাধ্যমে খোলাবাজারে বিক্রয় করছে-এরকম তথ্য পাওয়ার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ শুরু করে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটকসহ দুই ট্রাক পুস্তক জব্দ করেছে ডিবি।

অভিযানে মজুত করা প্রায় ১০ হাজার সরকারি বই জব্দ করা হয়েছে-জানিয়ে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, বই মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদেরও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সূত্রাপুরের বাংলা বাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ডিবি-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম। এ সময় তাদের হেফাজত হতে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ১০ হাজার সরকারি বই জব্দ করা হয়। অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড, বাংলাদেশ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই জব্দ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular