ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়গণঅভ্যুত্থানে নিহতের ১৪০ দিন পর জুলকারের লাশ উত্তোলন

গণঅভ্যুত্থানে নিহতের ১৪০ দিন পর জুলকারের লাশ উত্তোলন

নিউজ ডেস্ক:   অবশেষে ময়নাতদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ১৪০ দিন পর পাবনার সাঁথিয়ায় জুলকার নাইন (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উত্তোলন করা হয়েছে।

সোমবার উপজেলাধীন জোরগাছা স্বরূপ পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রমান বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের মরদেহ উত্তোলন করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুরের স্বরূপ গ্রামের আব্দুল হাই আলহাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে.এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে ১০ শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়।

বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলাবাহিনী। সেই গুলিতে নিহত হোন জুলকার নাইন। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরেরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ সাঁথিয়ার স্বরূপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular