ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশচট্টগ্রামগণজাগরণ মঞ্চের লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে চবিতে বিক্ষোভ

গণজাগরণ মঞ্চের লাকি আক্তারের গ্রেপ্তারের দাবিতে চবিতে বিক্ষোভ

চবি প্রতিনিধি : গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা লাকি আক্তারসহ শাহবাগ গণজাগরণ মঞ্চের সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান।

মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের ‘ ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর,’ ‘ তেরো না চব্বিশ, চব্বিশ চব্বিশ,’ ‘ শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস, ‘ ‘ ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা,’ ‘ চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই ‘ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন,’ যতদিন জুলাই যোদ্ধারা জেগে থাকবে ততদিন ১৩ এর শাহবাগ ফেরত আসতে পারবে না। যতবার লাকিরা ফেরত আসার চেষ্টা করবে ততবার জুলাই ফিরে আসবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, তোমরা বোনদের ধর্ষণ কে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি করার চেষ্টা করছো তা বাংলাদেশের ছাত্রসমাজ রুখে দিবে।’

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলি বলেন,’ শাহবাগ কায়েম করে দেশের প্রচলিত আইন লঙ্ঘন করে নিরপরাধ রাজনৈতিক নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিলো। রায় ঘোষণার পরে মবের মাধ্যমে রায়কে চেঞ্জ করেছিলো শাহবাগ। এই শাহবাগের মাধ্যমেই শেখ হাসিনা তার ফ্যাসিবাদ কে পাকাপোক্ত করেছিলো। এই শাহবাগ কে আমরা নতুন বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে দিবো না।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান সোহাগ বলেন, ‘ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শাহবাগকে ফেরত আনতে দিবো না। তাদেরকে আবার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিবো না। চব্বিশে হাসিনার কবর রচনা হয়েছে। যদি তারা বের হওয়ার চেষ্টা করে পঁচিশে তাদের কবর ও রচনা করা হবে। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular