ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিলতিফুল বারি হামিম গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

লতিফুল বারি হামিম গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : ৯০ এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক লতিফুল বারী হামিম গণফোরামের কেন্দ্রীয় কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল ঢাকা নিউজ ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু ও সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরীর উপস্থিতিতে পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান দলীয় নেতা কর্মী ও সাংবাদিকদের  সামনে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

জনাব লতিফুল বারী হামিম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি  এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক গণফোরামের প্রতিষ্ঠাকালীন সময় থেকে গণফোরামের সাথে যুক্ত। তিনি দীর্ঘদিন গণফোরামের নির্বাহী কমিটির সদস্য এবং সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি খেলাঘর, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাষ্টসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

তিনি পেশাগত জীবনে জাতীয় দৈনিক প্রথম আলো, ইত্তেফাক ও আলোকিত বাংলাদেশের সাথে যুক্ত ছিলেন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular