ঢাকা  মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরগণশুনানিতে লক্ষ্মীপুর ডিসি কার্যালয়ে মানুষের ঢল

গণশুনানিতে লক্ষ্মীপুর ডিসি কার্যালয়ে মানুষের ঢল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : সরকারি নির্দেশনা অনুসারে তৃণমূল পর্যায়ের দরিদ্র ও অসহায় সাধারণ মানুষের নানাবিধ সমস্যা শুনে তা সমাধানের জন্য সারা দেশের জেলা প্রশাসকদের মতো লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।

জেলার বিভিন্ন প্রান্তের দরিদ্র অসহায় মানুষ তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা কম্পিউটারে কম্পোজ করা আবেদনপত্রে লিখে তাতে নিজেদের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযোজন করে গণশুনানির দিনে জেলা প্রশাসক কার্যালয় এসে ভিড় করেন।

গণশুনানিতে পুরুষের চেয়ে নারীদের সংখ্যাই বেশি। সপ্তাহের প্রতি বুধবার অসংখ্য নারী ও পুরুষ বিধবা ও বয়স্ক ভাতা, চিকিৎসার জন্য অনুদান, আর্থিক সাহায্য, ঘরের জন্য আবেদন, জমি সংক্রান্ত সমস্যা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বই কেনার জন্য সাহায্য প্রার্থনাসহ নানাবিধ সমস্যা নিয়ে ছুটে আসছেন।

সাক্ষাৎকারে জেলা প্রশাসক সবার সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক কিছু সমস্যার সমাধান করেন।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা নিয়ে যাতে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমরা তাদের সমস্যাটা সশরীরে শুনে তাদের সমস্যার সমাধানটা যাতে দিতে পারি সে জন্যে এ গণশুনানি। সব সমস্যার সমাধানধান আমরা দিতে পারি ব্যাপারটা তা নয়। সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে তাদের কাছে রেফার করি। যেগুলো সঙ্গে সঙ্গে সমাধান দিতে পারি সেগুলো দেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular