ঢাকা  সোমবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহগফরগাঁওয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার

গফরগাঁওয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৮ পরীক্ষার্থী বহিষ্কার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অসদুপায় অবলম্বন দায়ে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার ৩ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (৬ মে) গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন,গফরগাঁও মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনের সময় ঢ্রেড ২ য় পত্র বিষয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন দায়ে তিনটি কক্ষ থেকে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোবাইল সেট ও গাইড বই পাওয়া গিয়েছে।এছাড়া সাথে মোবাইল ফোন রাখায় জেএম কামিল মাদ্রাসা কেন্দ্রে ২ জন কক্ষ প্রত্যবেক্ষককে তাৎক্ষণিকভাবে পরীক্ষার দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। ইসলামিয়া সরকারি হাই স্কুল কেন্দ্রে মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে মোবাইল ফোন রাখা এবং বোর্ডের নীতিমালা ভঙ্গ করে নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও পরীক্ষায় দায়িত্ব পালন করায় পরীক্ষার দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হয়ছে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন জানান, পরীক্ষায় কোন রূপ অসদুপায় অবলম্বন না করার জন্য তিনি অভিভাবকদের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন এবং নকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসন গফরগাঁও এর ‘জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular