গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী মহিলা দল পৌর শাখার কর্মী সম্মেলন মঙ্গলবার (১৪ জানুয়ারি) এস এম মাইনুদ্দিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন পারভীনের সভাপতিত্বে এবং জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রিতার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহ-সভাপতি শিরীন আক্তার এবং যুগ্ম সম্পাদক রাশিদা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর মাহমুদ আলম বলেন, ‘জাতীয়তাবাদী মহিলা দল দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কর্মী সম্মেলনের মাধ্যমে দল আরও সংগঠিত হবে এবং নারী নেতৃত্ব আরও সুদৃঢ় হবে।’
সভাপতির বক্তব্যে ইয়াসমিন পারভীন বলেন, ‘মহিলা দলের প্রতিটি কর্মীই দলের মুল্যবান সম্পদ। তাঁদের ত্যাগ ও শ্রমই দলের শক্তি। আমরা সংগঠনের ভিত্তি মজবুত করে সামনের দিনগুলোতে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।’
সম্মেলনে পৌর ও ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতের দলীয় কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।
রোবেল মাহমুদ