গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগী-বৈঠার তান্ডবে শহিদ কর্মীদের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রেলস্টেশন চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা সেক্রেটারি মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ।
পৌর সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্তে ও মাওলানা খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জয়েন্ট সেক্রেটারি এ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী, গফরগাঁও থানা আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানার আমির মাওলানা এমদাদুল হক, গফরগাঁও থানা সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, পাগলা থানা সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, গফরগাঁও উপজেলার সাবেক আমির রফিকুল ইসলাম বিএসসি, মকবুল হোসাইন, গফরগাঁও ইসলামী ছাত্র শিবির সভাপতি মনিরুজ্জান, পাগলা থানা সভাপতি সামসুল হুদা প্রমূখ।
এসময় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগী-বৈঠার তান্ডবে শহিদ কর্মীদের বিচার এবং জুলাই অভ্যথ্বানে নিহতের ঘটনায় স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান।