গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ’জুলাই শহিদ দিবস’ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলী বের হয়। পরে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম আবদুল্লাহ-আল-মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জামাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, জুলাই যোদ্ধা মীর সিয়াম, সাংবাদিক কামরুজ্জামান লিটন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন গফরগাঁওয়ের জুলাই যোদ্ধাগণ। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে প্রথম শহিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। |