ঢাকা  বৃহস্পতিবার, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeনারী ও শিশুগফরগাঁওয়ে নিখোঁজের চার দিন পর শিশু সাদাবের লাশ উদ্ধার

গফরগাঁওয়ে নিখোঁজের চার দিন পর শিশু সাদাবের লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচ বছরের শিশু আইমান সাদাব নিখোঁজের চার দিন পর লাশ মিলল বাড়ির পাশের পুকর পাড়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার পাগলা থানার দিঘীরপাড় গ্রামে বাড়ির পেছনের বাঁশঝাড় ও পুকুরপাড় থেকে দ্বি-খণ্ডিত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত আইমান সাদাব পাশের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগুড়িয়া গ্রামের বাসিন্দা প্রবাসী আল আমিনের একমাত্র সন্তান।

উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে নানা বাড়িতে মা সুমাইয়া আক্তারের সাথে
বসবাস করত।

নিহত সাদাবের নানা সুলতান মিয়া জানান, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের একটি দোকান থেকে নিখোঁজ হয়। পরে বাড়ির আশপাশ ও স্বজনদের ঠিকানায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ঘটনার দিন রাতেই পাগলা থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে প্রতিবেশী এক ব্যক্তি গরু চরাতে গিয়ে বাঁশঝাড় ও পুকুর পাড়ে দ্বি-খণ্ডিত এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে সকলকে জানায়। পরে সেখানে গিয়ে সাদাবের লাশ শনাক্ত করেন স্বজনরা।

নিহত সাদাবের আরেক নানা মোফাজ্জল হোসেন বলেন, ‘ আমাদের ধারণা সাদাবকে বাড়ি সামনে থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা আমাদের মোবাইল ফোনে প্রথমে ২০ হাজার টাকা ও পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। দুই দফায় ২৭ হাজার টাকা পাঠানোর পর মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া যায়।’

নিহত সাদাবের মা সুমাইয়া আক্তার বলেন,’আমার অবুঝ শিশুর কি অপরাধ ছিল যে তাকে মেরে ফেলল,আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।’

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে একই ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে বাড়ি সামনে থেকে নিখোঁজ ১১ বছরের শিশু সিফাত হাসানের লাশ একদিন পর বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়। সে সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular